৭ম বর্ষ উদয়শংকর নৃত্য উৎসবের সূচনা হল অন্য আলোর বিশেষ আয়োজনে
শিলিগুড়ি : অন্য আলোর আয়োজনে ৭ম বর্ষ উদয়শংকর নৃত্য উৎসবের সূচনা হল দীনবন্ধু মঞ্চে।এদিন সন্ধ্যায় এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হল। মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই অনুষ্ঠানের সূচনা করলেন। মেয়র জানালেন বাংলাতে উদয় শঙ্কর একটা আলাদা মাত্রা। তিনি তার নৃত্যের মাধ্যমে যেমন একেকজন অসাধারন শিল্পী তৈরী করে গেছেন, তেমনি তার ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকেই বাংলা এবং বাংলার বাইরে এমনকি বিদেশেও নৃত্য শেখাচ্ছেন।তার ছাত্রছাত্রীরাও বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তাই আজকের এই অনুষ্ঠান তার নামেই অঙ্কিত রাখা হল। অসাধারন কিছু নৃত্যের মাধ্যমে নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করলেন স্থানীয় শিল্পীরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন শিল্পী মহলের অনেক কলা কৌশলীরা।