তৃণমূল কর্মীই’আন্তর্জাতিক অপরাধী ,কেন্দ্রীয়মন্ত্রী নিশীথের চাঞ্চল্যকর অভিযোগ, পাল্টা খোঁচা শাসকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পঞ্চায়েত প্রার্থী আসলে একজন আন্তর্জাতিক অপরাধী! বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।কোচবিহারের গীতলদহে গুলিতে নিহত বাবু হক আসলে বাংলাদেশের নাগরিক। সাংবাদিক বৈঠক করে বুধবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের সাংসদ বলেছেন, ‘নিহতের ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। ভারতের আধার কার্ডে ওর নাম রয়েছে বাবু রহমান। আর বাংলাদেশে ভোটার কার্ডে নাম আব্দুর রহমান। সে আন্তর্জাতিক অপরাধী। তাঁকে না কি বাংলাদেশ ও রাজ্য পুলিশও গ্রেফতার করেছিল।’

পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিশীথের অভিযোগ, ‘তৃণমূলের কর্মী একজন আন্তর্জাতিক অপরাধী । আর তাঁর খুনের অভিযোগ চাপানো হচ্ছে বিজেপি ঘাড়ে।’ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাল্টা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘যদি বাংলাদেশের নাগরিক এদেশে এসে বসে থাকে তাহলে সেটা চরম ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রকেরই । তাদের জবাবদিহি করা উচত। আমাদের চরম দুর্ভাগ্য এরকম মূর্খ একজন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।’ এদিকে অভিযোগ ওঠে গত ১৭ দিনে কোচবিহারে ৬বার গুলি চলে বলে । শেষপর্যন্ত রাজনৈতিক চাপানউতোর চরমে উঠলো গীতালদহের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কে কেন্দ্র করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *