শিলিগুড়িতে অনুষ্ঠিত হল সাইবার সেল নিয়ে বিশেষ আলোচনা সভা
শিলিগুড়ি : শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হল। ছাত্রীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে সাইবার সিকিউরিটি ল্যাবরেটরির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হল শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের মাঠে। এদিন মেয়র গৌতম দেব জানান সাইবার সচেতনতা একান্তই প্রয়োজন। কারন আমরা সবকিছু ব্যাবহার করছি কোন কিছু না জেনেই। কারন আমাদের দরকার সবকিছু জানা। আমাদের দরকার আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা। নিজেদেরকে আধুনিক করে তুলতে হবে আমাদের। কারন একদিক থেকে আমাদের দরকার সাইবার নিয়ে সবকিছু জানা এবং সবকিছু নিয়ে দেখা। এদিন মেয়রের সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সিরা। ডেপুটি মেয়র জানান সাইবার ক্রাইম দিনের পর দিন বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এমন জায়গাতে এসে গেছে আমাদের সচেতনতা একান্তই দরকার। তাই ছোট বড় সবারই দরকার সাইবার নিয়ে সচেতন হওয়া। যাতে আমাদের কোন সময় কোন সমস্যায় পড়তে না হয়।