কড়াকড়ি শিথিল হল বিয়েবাড়িতে; অবশেষে বিধিনিষেধের মেয়াদ বাড়ল এ রাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোভিডের কারণে যেদিন থেকে পুরভোট পিছিয়ে গেল, রাজ্যে বিধিনিষেধের মেয়াদও বাড়ল সেদিন থেকেই । কিন্তু কতদিন? এই বিধিনিষেধ জারি ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে আগের মতোই রাত্রিকালীন বিধিনিষেধ বা নাইট কার্ফু বলবৎ থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত। তবে ৫০ জনের পরিবর্তে এবার বিয়েবাড়িতে উপস্থিত থাকতে পারবেন ২০০ জন। মেলা করা যাবে ফাঁকা জায়গায় ।

১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি। এ রাজ্যে মূলত একমাস ছিল কোভিড বিধিনিষেধের মেয়াদ। মাঝে বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত নবান্ন বিধিনিষেধ কিছুটা শিথিল করেছিল। এমনকী, রাত্রিকালীন বিধিনিষেধ বা নাইট কার্ফুতেও ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু করোনার গ্রাফ ফের উর্ধ্বমুখী নতুন বছরের শুরু থেকেই । হু হু করে ছড়়াচ্ছে এমনকি সংক্রমণও। ৩ জানুয়ারি থেকে ইতিমধ্যেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। ফের বন্ধ হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। আপাতত লোকাল ট্রেন চলছে রাত ১০টা পর্যন্ত । এবার সেই বিধিনিষেধে মেয়াদ বাড়ানো হল ৩১ জানুয়ারি পর্যন্ত । শুধুমাত্র বিয়েবাড়ি ও মেলা আয়োজনে ছাড় দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *