মাটির নীচ দিয়ে চলাচল করবে বিদ্যুৎ, পরিকল্পনা কার্যকর করতে বিশেষ বৈঠক মেয়রের
শিলিগুড়ি : শিলিগুড়ি শহর জুড়ে বৈদ্যুতিক তার সমূহ মাটির নিচ দিয়ে রূপান্তর করতে জরুরী বৈঠক হল শিলিগুড়ি পুরনিগমের হলঘরে। এই বৈঠকে আজকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের কমিশনার, সচিব, বাস্তুকার বৃন্দ এবং বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ ছাড়াও শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার কমল আগরওয়াল।মেয়র নিজেই বৈঠকের পরে জানান আমাদের লক্ষ শিলিগুড়িকে আধুনিক করে তৈরী করা। মাটির নীচ দিয়ে বিদ্যুৎ পৌছাবে উত্তরবঙ্গে এই প্রথম হবে। ভারতের মেট্রোপলিটন শহর ছাড়াও মাটির নীচ দিয়ে বিদ্যুৎ গেছে শুধুমাত্র ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ ছাড়াও মাত্র কয়েকটি শহরে। শিলিগুড়িতে মাটির নীচ দিয়ে বিদ্যুৎ চলাচল শুরু করলে সেটা হবে এক অসাধারন কাজ। তাই আমরা আলোচনা করে স্থির করলাম কিভাবে এই কাজ শুরু করা যায়। এবং তার বাস্তবায়ন হতে ঠিক কতদিন লাগবে।