এবার সরষের তেলের দাম বাড়বে হু হু করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পেঁয়াজের মূল্য বৃদ্ধির জেরে এমনিতেই চোখে জল আসছে মধ্যবিত্তের। কলকাতার বাজারেও পেঁয়াজের মূল্য ১৫০ ছুঁই ছুঁই। এখনই কোনও রকম সম্ভাবনা নেই পেঁয়াজের দাম কমার। এর মধ্যেই আরও একটা খারাপ খবর এলো সমগ্র দেশ বাসীর কাছে। দাম বাড়তে চলেছে ভোজ্য তেলেরও। এই প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সরষের তেল কিংবা সোয়াবিন অয়েলের দামে।ভোজ্য তেলের মূল্য বেড়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এর জেরে অনেক বেশি টাকা দিয়ে ভারতকে সেখান থেকে তেল আমদানি করতে হবে। আর সাধারণ মানুষের উপর তারই বোঝা চাপবে। ওই দুই দেশ থেকে তেল আমদানিকারী দেশ গুলির মধ্যে প্রধান ও অন্যতম হল ভারত।একইসঙ্গে ভারতের বাজারে দাম বাড়তে শুরু করেছে প্রবল বৃষ্টির জেরে চাষ আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। গত দু’মাসে একলাফে ২৬ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম । সরষের তেলের দাম কুইন্টাল প্রতি ৩০০ টাকা ও সোয়াবিন অয়েলের দাম কুইন্টাল প্রতি বেড়েছে ৪০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *