শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল নর্থবেঙ্গল সিনে অ্যাওয়ার্ড
শিলিগুড়ি : শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে নর্থবেঙ্গল সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল আজকে। আজ সন্ধ্যায় ডেপুটি মেয়র রঞ্জন সরকার নিজে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি এবং উত্তরবঙ্গের পর্যটন শিল্পের মুল কর্নধার রাজ বাসু উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সি রা। এদিন ডেপুটি মেয়র জানালেন উত্তরবঙ্গ জুড়ে বহু প্রতিভাবান অভিনেতা এবং অভিনেত্রী আছেন যারা ব্যক্তিগতভাবে নিজেরাই যেকোন জায়গাতে ঢুকে যেতে পারেন। তারা যে যেকোন জায়গার অভিনেতাদের সমকক্ষ সেটা তারা দেখিয়ে দিয়েছেন। প্রতিভাবানদের পাশে আছে শিলিগুড়ি পুরনিগম। সে যেই হোক না কেন খেলোয়ার হোক কিংবা সঙ্গীত শিল্পী কিংবা অভিনেতা সবার পাশেই আছে শিলিগুড়ি পুরনিগম। যেকোন দরকার হলে কিংবা যেকোন প্রয়োজনে আমরা আছি বলে জানান ডেপুটি মেয়র।
