বছরের শেষে ক্রমশ ভীড় বাড়ছে “দুয়ারে সরকারের” ক্যাম্পে
নিজস্ব সংবাদদাতা : এই মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে “দুয়ারে সরকার “। আর এই দুয়ারে সরকারের ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পের সুযোগ এবং সুবিধা নিতে ভীড় করেছেন প্রচুর মানুষ। “লক্ষীর ভান্ডার”, “বিধবা ভাতা” এবং “বার্ধক্য ভাতা” র সুবিধা নিতে আবেদনপত্র নিয়ে যাচ্ছেন অনেকেই। এদিন সেখানে উপস্থিত হলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি গোটা ক্যাম্প ঘুরে দেখেন এবং যারা ওই ক্যাম্পে সাহায্যের জন্য বসেছেন তাদের সাথে কথা বলেন। “দুয়ারে সরকারের “ক্যাম্প চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত। এদিন সবচাইতে বেশী ভীড় জমেছিল “লক্ষীর ভান্ডার ” প্রকল্পের সুবিধা নিতে। অনেকেই জানালেন একবার আবেদন করে তারা কোন সুবিধা পান নি তাই তারা আবার আবেদন করছেন। এই নির্দিষ্ট তারিখের মধ্যেই তারা এই আবেদনপত্র জমা করতে চান বলেই জানিয়েছেন তারা। আলাদা করে ক্যাম্প হচ্ছে যাতে সবাই ঠিকমত এই প্রকল্পের আবেদনপত্র হাতে পান। বলে জানিয়েছেন ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার।