শুভ সূচনা হল জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থানুকূল্যে ২ নং ফুলবাড়ির লক্ষীরস্থান -এ পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠানের
জলপাইগুড়ি : সূচনা হল জলপাইগুড়ি জেলা পরিষদের ৮৮,৪৮,৯৩৩.০০ টাকা অর্থানুকূল্যে ২ নং ফুলবাড়ির লক্ষীরস্থান -এ পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠানের । এদিন নারকেল ফাটিয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব। মেয়র জানান আমাদের দরকার শিলিগুড়িকে সুন্দর ভাবে তৈরী করা। আর যেকোন শহরের উন্নয়ন করতে সবার আগে প্রয়োজন উন্নত রাস্তার। শিলিগুড়ির উন্নয়ন দরকার ভীষনভাবে আর আমি চেষ্টা করি সেই উন্নয়ন কে কাজে লাগিয়ে তোলার। শিলিগুড়ি একটা উন্নয়নের শহর। তাই আমাদের দরকার শহরের উন্নতি। তাই একদিন এই শহরের সবকিছু সুন্দর থাকবে আমি আশা রাখি। মেয়র জানালেন আমাদের দরকার সজাগ এবং সতেজ শিলিগুড়ি তাই আমি চাই শিলিগুড়ির উন্নতি হোক। আমাদের দরকার শহরের উন্নতি।তাই সময় দরকার আর সবাইএর সাহায্য দরকার বলে জানান মেয়র নিজেই। শিলিগুড়িকে একটা আধুনিক শহরের মধ্যে তৈরী করব আমরা জানালেন মেয়র নিজেই। শুধুমাত্র একটু সময় লাগবে আমাদের।