মুখ্যমন্ত্রীর দপ্তরে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে নবাননে যান।এদিন তিনি জানান রাজ্য সরকার যেভাবে বাংলার গ্রামের কৃষকদের ফসল বীমা যোজনা, মধ্যবিত্ত পরিবারদের আয়ুষ্মান ভারত যোজনা এবং নিম্নবিত্ত পরিবারদের উজ্জ্বলা যোজনা দুই পুনঃনবিকরণ থেকে বঞ্চিত রেখেছেন তা অত্যন্ত লজ্জাজনক। অথচ এই মুখ্যমন্ত্রী বঙ্গের বঞ্চনার ভুয়ো কথা বলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। প্রশাসনিক সভায় সরকারি টাকায় পিকনিক চলেছে। এদিন শিলিগুড়ির বিধায়ক জানান এই সমস্ত ইস্যুতেই এদিন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নের ভেতরে ঢুকে আমরা চিফ সেক্রেটারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এবং কেন্দ্রীয় জনমুখী প্রকল্পগুলো অতিসত্বর বাস্তবায়নের কথাও বলেছি। তিনি আরও জানান কেন্দ্রীয় সরকার তার কাজ এবং দায়িত্ব ঠিকভাবেই করে চলেছে শুধুমাত্র সেটা ঠিকঠাক পালন হচ্ছে কি না সেটা দেখা কর্তব্য রাজ্য সরকারের প্রতিনিধিদের। কিন্তুু তারা সেটা না করে তাদের নিজেদের সুবিধামতো টাকা আত্মসাৎ করে যাচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী সবকিছু জেনেও নিজে কিছুই বলছেন না। আমাদের প্রকল্প নিজেদের নাম দিয়ে চালাচ্ছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করতে ওনার দপ্তরে এসেছি। আমরা আশা করব উনি আমাদের কথা শুনে ওনার কর্তব্য পালন করবেন।