বেঙ্গল সাফারীতে সীতা নাম নিয়ে তুমুল বিতর্ক,ব্যাপক বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের
শিলিগুড়ি : কেন সিংহের নাম রাখা হল সীতা? এই নিয়ে বেঙ্গল সাফারিতে ব্যাপক বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের। সীতার চরম অপমান করা হয়েছে এই নাম করন করে, তাই অবিলম্বে এই নামের পরিবর্তন করতে হবে এই দাবী আগেই জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। তারা দাবী করেছে ইচ্ছে করেই এই নাম রাখা হয়েছে। তাই এই অন্যায় দাবী কোনভাবেই মেনে নেওয়া যাবে না। তাই অবিলম্বে ওই সিংহের নামের পরিবর্তন করতে হবে বলে জানান তারা।
অন্যদিকে বেঙ্গল সাফারি কতৃপক্ষের আরোও দাবী যদি এই নাম এখান থেকে করা হত তবে সেটা আলাদা ব্যাপার হত। কিন্তুু এই নাম করা হয়েছে ত্রিপুরা থেকে। অবিলম্বে এই নাম পরিবর্তন করা আমাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। তাই এই দাবী আমরা কোনভাবেই মেনে নিতে পারব না বলে জানান তারা। এদিন এই দাবীকে হাস্যকর বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বলেছে একমাত্র বিজেপীর পক্ষেই এই সব চিন্তা এবং ধারনা করা সম্ভব। তবে নিয়মের বাইরে কেউ নয় এমনকি বিজেপীও নয়।