শিলিগুড়িতে হাতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা শহর জুড়েই
শিলিগুড়িতে : অবশেষে শিলিগুড়ির ভোলামোড়ের এলাকায় হাতি ঢুকে পড়ল একেবারে সাত সকালে। হাতিটি একেবারেই সকালে এলাকায় ঢুকে পড়ায় মানুষ কিবহু বুঝতে পারেন নি। খুব সম্ভবত হাতিটির জল পিপাসা পেয়েছিল এবং রাতে সে ঠিকমত খাবার না পাওয়ার কারনেই সে এলাকায় ঢুকে গিয়েছিল। তাকে সকালে প্রথমে দেখতে পেয়ে পাড়ার থেকে তাকে প্রথমে বনরুটি এবং কলা দেওয়া হয়। সবকিছু খেয়ে ওই হাতিটি মুল রাস্তার দিকে চলে যায়। জানা গেছে হাতি ঢুকে গেছে এই খবর পেয়ে পাড়ার প্রচুর মানুষ চলে আসেন এলাকার মধ্যে। হাতিটি খুব সম্ভবত দল ছুট হয়ে রাস্তা হারিয়ে শহরের মধ্যে ঢুকে গিয়েছিল। পরে পাড়ার থেকে বন দপ্তরের আধিকারিকদের খবর দেওয়া হয়। তারা জানান আজকে সন্ধ্যায় তারা হাতিটিকে নিয়ে চলে যাবেন। বন দপ্তরের আধিকারিকেরা জানান হাতিটি খাবার না খেয়ে নয় দলছুট হয়েই পাড়ায় ঢুকে পড়েছে। তবে হাতিটি যতক্ষন ছিল শান্তভাবেই ছিল। বলে জানান হয়েছে।