শিলিগুড়ি পুরসভার বিশেষ অধিবেশন মেয়র গৌতম দেবের তত্ত্বাবধানে, সাথে চললো অডিটও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে পুরসভার বিশেষ অধিবেশন আয়োজিত হল মেয়র গৌতম দেবের তত্ত্বাবধানে।এমনকি সাথে চললো অডিটও । মেয়র এদিন জানালেন সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় , এখানে প্রচুর টাকার প্রয়োজন হয় আর তাই এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ সহকারে দেখবার প্রয়োজন।মেয়র এদিন আরো জানান এই বিভিন্ন বিভাগের জায়গাতে প্রচুর শ্রমিক কাজ করেন। তাই তাদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেটা দেখা অত্যন্ত জরুরী আমাদের কাছে। আমাদের একটাই চেষ্টা থাকবে হিসাব করে তারপরে আমাদের আরো এগিয়ে যেতে হবে। নতুন নতুন যন্ত্রপাতি কিনতে হবে যাতে কাজ করা শ্রমিকদের কাছে অত্যন্ত সহজ হয়ে যায়। এই বিষয়ে আমাদের একটি বিশেষ দল তৈরী হবে যারা সারা বছর ধরে এই কাজের সাথে যুক্ত থাকতে পারবে।এদিন মেয়রর সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। মেয়র জানান আমাদের কাজ শিলিগুড়ির মানুষের কাছে পরিসেবা পৌছে দেওয়া আর সেটাই আমরা চেষ্টা করছি বলে জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *