জলপাইগুড়িতে শিক্ষা বাঁচাওর দাবিতে শিক্ষক ও শিক্ষক কমিটির সদস্যদের বিশেষ পদযাত্রা ও অভিযান
জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে শিক্ষা বাঁচাওর দাবিতে পদযাত্রা ও অভিযানে সামিল হলেন শিক্ষক ও শিক্ষক কমিটির সদস্যরা । এদিন তারা এও দাবী জানালেন শিক্ষা আজকে একেবারে তলানিতে নেমে গেছে। শিক্ষার মান একেবারে নীচে চলে গেছে। যার অবস্থা এখন দিন দিন একেবারেই খারাপের দিকে চলে গেছে । কিভাবে এই শিক্ষার মান উঠবে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীই বলতে পারবেন। মুখ্যমন্ত্রী পারবেন শিক্ষার মানকে বাড়াতে।
অথচ যারা একেবারেই সাধারন এবং নীচের দিকের মানুষ তাদের সন্তানেরা একেবারেই শিক্ষাহীন হয়ে চলছে। এদিন মিছিলে যোগাযোগ করে যোগদান করেন ডিওয়াই এফ আই এর সদস্য এবং সমর্থকেরা। এদিনের মিছিলকে সমর্থন করে সেখানে যোগদান করেন অনেক সাধারন মানুষ। মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ছাড়াও বহু ছাত্রছাত্রীও । এদিনের মিছিলের পুরোভাগে শিক্ষার অবনতি নিয়ে সরব হন জলপাইগুড়ি শহরের বহু নিরপেক্ষ মানুষ। যাদের একেবারেই সমাজের সাধারন দিকে রাখা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বহু প্রাক্তন সরকারি কর্মীও। এমনকি উপস্থিত ছিলেন জেলা জলপাইগুড়ির সরকারি কর্মপ্রাথীরা। এই মিছিল কে সমর্থন করে মিছিলে যোগদান করেন সি পিএম এর শাখা সংগঠনের বহু সদস্য এবং সমর্থকেরাও।