স্টেশনে স্টেশনে ভাঙচুরের জের , তেভাগা ছাড়া সব ট্রেন বাতিল হল বালুরঘাট থেকে
বেস্ট কলকাতা নিউজ : বালুরঘাট স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস চালু হলেও ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হল বালুরঘাট স্টেশন থেকে যাতায়াত করা উত্তরপূর্ব ডিভিশনের অধীনে থাকা তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন। যার ফলে চরম বিপাকের মধ্যে পড়েছে দক্ষিণ দিনাজপুর সহ বালুরঘাটের বাসিন্দারা ৷ তাদের আরও অভিযোগ, ট্রেনগুলি বন্ধ করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে৷ কেউ কেউ বলছেন, ট্রেন চলাচলে মালদা থেকে সমস্যা না হলে, বালুরঘাটে সমস্যা হবে বলে কেন মনে করা হচ্ছে ? রেলের উত্তরপূর্ব ডিভিশন সূত্রে খবর, বালুরঘাট থেকে ট্রেন যাতায়াত বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে CAA নিয়ে আন্দোলনের জেরে৷নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে যে প্রতিবাদ রাজ্যের একাধিক জেলায় হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার আঁচ পড়েছিল। যার জেরে গত রবিবারই বাতিল করা হয় এজেলার শেষপ্রান্তে থাকা প্রধান স্টেশন বালুরঘাট থেকে চলাচলকারী সব ট্রেন । ক্রমশ স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতিও৷ ট্রেন চলাচল শুরু হয় বিভিন্ন স্টেশন থেকেও।গতকাল এই স্টেশন থেকে থেকে কলকাতা যাওয়ার তেভাগা এক্সপ্রেস চালু হয়। কিন্তু চালু হয়নি বাতিল হওয়া অন্য তিন জোড়া ট্রেন।