আগে ছিল না কোনো আগ্রহ, এখন সকাল থেকেই লম্বা লাইন রেশন তুলবার জন্য
নিজস্ব সংবাদদাতা : আগে রেশন ছিল শুধুমাত্র কাগজ ঠিক করবার জন্য, আর এখন হয়েছে প্রয়োজন। সারা বাংলাতে এখন রেশন নিতে লাইনে দাড়ান সকলে।আগে ছিল না এত আগ্রহ। বলা হত দরকার হয় না, শুধুমাত্র কাগজ ঠিক রাখতেই রেশন তোলা।আর এখন এক ঘন্টা দাড়াতে হবে আপনাকে,হাতের ছাপ দিতে হবে। সঠিকভাবে মিলে গেলেই আপনি পেয়ে যাবেন রেশন। মুল্যবৃদ্বির যুগে এই ভোটের বাজারে দুবেলা খাবার জোগার করা যে কতখানি কঠিন সেটা একমাত্র যে করে সেই জানে। চাল এবং আটা যদি ঘরে থাকে তবে আর কি সমস্যা। তাইতো যা পাওয়া যায় সেটা আনতেই ছুটছেন মানুষ। বড়লোক এবং গরীবের ভাগ এখানে সমান সমান।
এখন আর কেউ রেশন আনতে লজ্জা পান না। দশদিনের চাল যদি নিশ্চিত থাকে তবে অনেকটাই নিশ্চিত থাকা যায়। মধ্যবিত্ত আজকে যে বড়ই অসহায়। আর খিদের তাগিদ যে কত বড় তাগিদ যে মানুষ একমাত্র সেই বুঝতে পারে। তাই তো এক সময় এর অবহেলিত রেশন আজকে যেন মানুষের কাছে সবথেকে বেশী প্রয়োজনের।