শিলিগুড়িতেও পড়ে গেছে রেশন দুর্নীতির আচ, ক্ষোভ এমনকি সাধারণ মানুষের মনেও
শিলিগুড়ি : শিলিগুড়িতেও রেশন দুর্নীতির ছায়া । শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রেশন দোকানের ডিলারদের বিরুদ্ধে ক্ষোভ সাধারন মানুষের। অনেকেই জানিয়েছেন দুহাজার তেরো থেকে শুরু হয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডের ব্যাবস্থা চালু হয়ে যাবার পরে এখনো কার্ড পান নি। অনেকর নাম দেখা যাচ্ছে রেশন কার্ডের আকাউন্টে কিন্তুু তারাও পাচ্ছেন না রেশন কার্ড। অনেক রেশন গ্রহীতা জানিয়েছেন তিন থেকে ছয়বার অবেদন করেও তাদের হাতে পৌছায় নি ডিজিটাল রেশন কার্ড। অনেকের কার্ড এখনো ম্যানুয়াল। তারা এখনো ডিজিটাল কার্ড করতে পারেন নি। বারবার আবেদন করলেও তৈরী হয় নি রেশন কার্ড। একবার খাদ্য দপ্তরের অফিসে আরেকবার রেশন অফিসে ঘুরপাক খাচ্ছেন তারা। অনলাইনেও কোন খবর নেই রেশন কার্ডের। বিশেষ করে যারা একের বেশীবার আবেদন করেছেন তারাও পান নি রেশন কার্ড। বাধ্য হয়ে তারা টাকা দিয়ে করতে বাধ্য হচ্ছেন।
এদিকে শিলিগুড়ির প্রায় প্রত্যেক রেশন ডিলারদের বিরুদ্ধে একই অভিযোগ গ্রাহকদের। তারা জানিয়েছেন শিলিগুড়ির বেশীরভাগ গ্রাহক মাত্র কয়েকজন রেশন ডিলারদের সুনাম করেন। রেশন ডিলারেরা ভুল তথ্য দেন বলে অভিযোগ অনেক গ্রাহকদের। জোতিপ্রিয় মল্লিকের অনুগামী হিসেবে পরিচিত অনেকেই শিলিগুড়িতে রেশনের ব্যাবসা করেন। তারাও একের পর এক বাড়ি গাড়ি হাকিয়ে ফেলেছেন। সব মিলিয়ে রেশন দুর্নীতির কালো ছায়া ছড়িয়ে ফেলেছে চারিদিকে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রেশন নিয়ে স্থানীয় কাউন্সিলারের কাছে ক্ষোভ জানিয়েছেন সাধারন মানুষ। অনেকেই জানিয়েছেন এইভাবে গোটা সিষ্টেমের কাজই নষ্ট হয়ে গেছে।