বাগডোগরা বিমানবন্দরে চরমে বিমান বিভ্রাট, ব্যাপক হয়রানি আগত যাত্রীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বাগডোগরা : কয়েক ঘন্টার বিমান বিভ্রাটে আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। এদিন সকাল থেকেই যান্ত্রিক সমস্যার কারনে একের পর এক বিমান ছাড়তে দেরী করে প্রায় তিন ঘন্টার মতো কোন বিমান চলাচল করতে পারে নি বাগডোগরা বিমানবন্দরে। এর ফরে চুড়ান্ত নাকাল হন দুরপাল্লার যাত্রীরা। অনেকে ক্ষোভে ফেটে পড়েন। বিমানবন্দর কতৃপক্ষ জানান যতক্ষন পর্যন্ত যান্ত্রিক সমস্যা না মিটে যাবে ততক্ষন পর্যন্ত চালানো যাবে না কোন বিমান। এই ঘোষনার ফলে আরো সমস্যায় পড়ে যান যাত্রীরা।

অনেকেই দুর থেকে শিলিগুড়ি পৌছে এর পরে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেবার কথা ভাবছিলেন তারাও সমস্যার মধ্যে পড়ে যান। শেষে তিন ঘন্টা পরে অবস্থা কিছুটা স্বাভাবিক হলে একের পর এক উড়ান চলতে শুরু করে দেয়। তবে কলকাতা গামী বিমান হয়ত বিকেল থেকে চালু হওয়া শুরু করবে। যাত্রীদের অনেকেই জানান প্রায়ই এই সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তাদের। হাজার হাজার টাকা বিমান ভাড়া গুনে যদি এই সমস্যা তৈরী হয় তবে কিভাবে একজন যাত্রী উড়ানে যাওয়া পছন্দ করবেন। তবে দুপুরের পর থেকেই স্বাভাবিক হয় বিমান পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *