তালিকা প্রকাশ পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের! কলকাতা ও যাদবপুরের স্থান কত? জেনেনিন
বেস্ট কলকাতা নিউজ : বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কলকাতা ও যাদবপুরের Ranking কত জানেন? মোট ৬১% ভারতীয় বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। যেখানে ২৪ শতাংশ বিশ্ববিদ্যালয় তাদের আগের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে ৯ শতাংশ প্রতিষ্ঠান র্যাংকিংয়ে নেমে গিয়েছে।
উল্লেখ্য QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নত হয়েছে। IIT গুয়াহাটির অধ্যাপক দেবেন্দ্র জালিহাল এই তালিকায় তাঁদের ইনস্টিটিউটের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। তিনি বলেন, “আইআইটি গুয়াহাটির গ্লোবাল র্যাঙ্কিং-এ বছরের পর বছর উন্নতি আমাদের ছাত্র এবং কর্মীদের নিরলস নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রমাণ। শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এই কৃতিত্বের জন্য গর্বিত এবং আমাদের বিশ্বব্যাপী অবস্থানকে আরও বাড়াতে এবং জ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখার দিকে আরও বেশি করে মনোনিবেশ করছি।”