দুস্থদের বিনা বেতনে পড়াচ্ছে শিলিগুড়ি পুরনিগমের অবৈতনিক কোচিং সেন্টার “আলোরদিশারী”
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের অবৈতনিক কোচিং সেন্টার “আলোর দিশারি”-তে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক ড: অভিজিৎ শেভেল, আই.এ.এস মহাশয়ের দ্বারা বিশেষ অনুপ্রেরণাদায়ক ক্লাসের সূচনা করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তারা শিলিগুড়ির বয়েজ ইষ্কুলে এই অনুপ্রেরনা দায়ক পাঠশালারও সূচনা করেন।
এদিন সকালে মেয়র গৌতম দেব ছাত্রছাত্রীদেরকে জানান এখন বর্তমান পরিস্থিতিতে সবাই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভুগছেন কিংবা বলা যায় চলছেন। তারা বুঝতে পারছেন না এত পড়াশোনা করে কোথায় যাবেন এবং কি করবেন। এর উপরে তাদের কাছে আর্থিক সমস্যা একটা বিরাট এবং বড় সমস্যা। পড়াশোনা করতে গিয়ে কিংবা বাইরে থাকতে কিভাবে খরচ হবে টাকা অথবা সেই টাকাই কিভাবে আসবে তাদের কাছে এটাও একটা বড় চিন্তা তাদের কাছে। সেই কারনেই তাদের মধ্যে একটা মনমরা ভাব চলে আসে। এই ধরনের কোচিং এ ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা হবে। যাতে তারা একা থাকতে গিয়ে মনের জোর হারিয়ে না ফেলেন। মেয়র গৌতম দেব জানান আমাদের দায়িত্ব তাদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যতের রাস্তাকে আরো সুদৃঢ় করা ।