সারা বাংলার মতন এবারে শিলিগুড়িতেও চালু হল ট্রি আম্বুলেনস
শিলিগুড়ি : গাছেরও প্রান আছে তাদেরও খিদে পায় এবং তাদের শরীর ও খারাপ হয়। তাই সারা বাংলার মতন এবারে শিলিগুড়িতেও শুরু হল “ট্রি আম্বুলেনস”। এখানে সমস্ত গাছের রোগের ওষুধ পাওয়া যায়। এছারা বেশ কিছু গাছের পোকা ধসা রোগ হয়। সেটা থেকেও গাছ রক্ষা পাবে। শিলিগুড়ির একটি “ট্রি লাভার্স ” আসোসিয়েসনের তরফ থেকে শুধুমাত্র শিলিগুড়ির জন্য এই ব্যাবস্থা করা হয়েছে। এখানে গাছের যাবতীয় রোগের ওষুধ পাওয়া যাবে। এবং কোন গাছের কি কি ওষুধ দরকার সেটাও বলে দেওয়া হবে। আপাতত শিলিগুড়ি শহরের মোট সাতচল্লিশটি ওয়ার্ডে চলবে এই গাড়ি। পরে আরো দুটি গাড়ি আসবে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকার জন্য। জানিয়েছেন ট্রি লাভার্স আসোসিয়েসনের এক সদস্য।
তিনি আরো জানান এই পরিবেশের ভারসাম্য শুধুমাত্র গাছের দ্বারাই ঠিক থাকে, তাই আমাদের উচিত গাছের যত্ন নেওয়া। গাছের রোগ হলে তার সময়মতো চিকিৎসা করা। যদি আমরা গাছকে কিছু দিই তবেই গাছ আমাদের কিছু দেবে বলে জানিয়েছেন তিনি।