শীতকালীন কার্নিভাল শুরু হচ্ছে মেদিনীপুর কলেজের মাঠে
বেস্ট কলকাতা নিউজ : আজ থেকে শীতকালীন কার্নিভাল শুরু হচ্ছে মেদিনীপুর কলেজের মাঠে। এই কার্নিভাল চলবে রবিবার পর্যন্ত । পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্নিভাল এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এই জেলায়।, স্বামী বিবেকানন্দর ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবসমাজকে উদ্বুধ করতে এই কার্নিভালে থাকছে ম্যারাথন থেকে তিরন্দাজি সহ একাধিক প্রতিযোগীতা। এছাড়াও থাকছে আলোকচিত্র প্রদর্শনী ও ছৌ নাচের আসরও ।রাজ্যে অব্যাহত শীতের দাপট। গতকাল ও আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছে। এই শীতের দিনগুলোয় চেটেপুটে মজা নিতে ও স্বামী বিবেকান্দর জন্মবার্ষিকীতে যুব সমাজকে বার্তা দিতে এই কার্নিভাল আয়োজন করা বলে জানালেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক শৌর্য মণ্ডল ।অনুষ্ঠানে দাবা, ফুল ম্যারাথন, সৃজনশীল নৃত্য, আদিবাসী নৃত্য, তিরন্দাজি, পাইক নৃত্য, ব্যাডমিন্টন প্রতিযোগিতার পাশাপাশি থাকছে আলোকচিত্র প্রদর্শনী, ছৌ নাচও। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে পুরুষ ও মহিলা উভয়ই ।এবিষয়ে অতিরিক্ত জেলা শাসক শৌর্য মণ্ডল বলেন, ”যুব সমাজকে উদ্বুধ করতে, বর্তমান পরিস্থিতিতে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিতে ও এলাকার বিনোদনের জন্য জেলা শাসকের ভাবনা এই কার্নিভালের । আমরা বাস্তবায়িত করতে চলেছি এই কার্নিভাল।”