দার্জিলিংকে নিয়ে বিদেশী সিনেমা করতে আগ্রহী বিদেশী পরিচালকেরা
নিজস্ব সংবাদদাতা : এই বছর পর্যটক প্রচুর এসেছেন শৈলশহরে। বিশেষ করে ইয়োরোপ থেকে। আর এদের মধ্যে বেশ কয়েকজন চিত্র পরিচালক আছেন যাদের মন ছুয়ে গেছে শৈলশহর। আর তাই তারা চান শৈলশহরকে নিয়ে নতুন নতুন ছবি করতে। তাদের কাছে দার্জিলিং শহর, সেখানকার লোকজন, সেখানকার খাওয়া দাওয়া প্রচণ্ডভাবে আকর্ষনীয় হয়ে উঠেছে। আর বিশেষ করে টাইগার হিল, ঘুম এবং ম্যালের সৌন্দর্য তাদের প্রচণ্ডভাবে মুগ্ধ করেছে। তাই তাদের মধ্যে কয়েকজন দার্জিলিংকে নিয়ে চিত্র পরিচালনা করবার ইচ্ছা প্রকাশ করেছেন।ঘুরতে এসে কেউ কেউ আবার সিনেমা করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয় সেটাও শুনে গেছেন।
তারা জানিয়েছেন দার্জিলিং এর সৌন্দর্য তাদের কাছে ইয়োরোপের যেকোন জায়গার সৌন্দর্যের সমান বলে মনে হয়েছে। তাই তারা চান দার্জিলিংকে নিয়ে সিনেমা করতে। এদের মধ্যে ইতালি, হাঙ্গেরী এবং জার্মানির পরিচালক আছেন যাদের কাছে দার্জিলিং শহর অপরুপ সুন্দর মনে হয়েছে। পরিচালকেরা জানিয়েছেন সবকিছু যদি ঠিক চলে তবে আগামী নভেম্বর এবং ডিসেম্বর এর মধ্যেই শুরু হবে তাদের সিনেমা। এখন শুধুমাত্র সময় এর অপেক্ষা। তারা এও জানিয়েছেন যদি ইয়োরোপের সিনেমার শুটিং দার্জিলিং এ হয় তবে দার্জিলিং এর মানুষই উপকৃত হবেন। ব্যাবসা বাড়বে, এবং বাইরের মানুষ দার্জিলিং সম্পর্কে আরো বেশী করে জানতে পারবেন দার্জিলিং এর সম্পর্কে।