কেন্দ্রের শাসক দলকে যারা অর্থ জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো CAA : বিস্ফোরক মন্তব্য এ রাজ্যের মুখমন্ত্রীর
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রের শাসক দলকে-কে যারা টাকার জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো হল নাগরিকত্ব সংশোধনী আইন । তৃণমূল সুপ্রিমো তথা এ রাজ্যের প্রশাসনিক প্রধান ধরনা মঞ্চ থেকে একথা বলেই সরাসরি আক্রমণ করলেন BJP-কে। CAA পাশ হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের তীব্র বিরোধিতা করেছেন।সামিল হয়েছেন একের পর এক প্রতিবাদ মিছিল এও। এমনকি সুর চড়িয়েছেন BJP-র বিরুদ্ধেও। মঙ্গলবার রানি রাসমণি রোডে প্রতিবাদ মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে গিয়ে BJP-কে এ ভাবেই তিনি আক্রমণ করেন ৷শাসক দলের ছাত্র সংগঠনের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “যারা এ দেশের বৈধ নাগরিক , CAA একটি ছুতো তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য৷ যে বিদেশিরা BJP-কে টাকার জোগান দেয় তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কি CAA-র মতো আইন পাশ করানো হয়েছে?” এদিন এমনি প্রশ্ন তুলেছেন তিনি।