সবজির পরে মাছ কিনতে গিয়েও নাভিস্বাস উঠছে সাধারণ মানুষের
শিলিগুড়ি : বর্ষার মরশুমে আগুনে ঝড়া দাম সবজির। আলু থেকে লেবু কিনতে গিয়ে ভ্রু কুচকিয়ে গেছে সাধারন মানুষের। শিলিগুড়ি চিরটাকালই বড়লোকেদের শহর বলে পরিচিত। এখানে দাম বাড়লে কেউ জিজ্ঞাসা করেনা কেন জিনিসের দাম বাড়ল, প্রবাদ আছে এখানে ভিখারী আসলেও বড়লোক হয়ে যায় বছর ঘুরতে না ঘুরতেই। এহেন শিলিগুড়িতে সবজি এবং মাছের দাম বাড়লে এটা স্বাভাবিক যে কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তুু এখন সময় পালটে গেছে, শিলিগুড়িতেও এসে বসবাস করছেন একেবারে সাধারন মানুষ, যাদের কাছে সবজির দাম এবং মাছের দাম বেড়ে যাওয়ায় চিন্তা আসতে বাধ্য।
এদিকে এই বর্ষায় অস্বাভাবিক জিনিসের দাম বেড়েছে সব জায়গাতে এখানে বাদ যায় নি শিলিগুড়িও। শিলিগুড়ির সব প্রধান বাজারেই নাগালের বাইরে চলে গেছে সবজির দাম, এবং গত দুদিন ধরে বেড়েছে মাছের দাম। শিলিগুড়ির সব বাজারেই ছোট থেকে বড় সব মাছের দামই অসম্ভব বেশী। কিনতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছেন সাধারন মানুষ। দাম বেড়েছে ইলিশেরও এই বর্ষায় ইলিশের দাম বেড়েছে কেজিতে দুশো টাকা করে। ফলে ইচ্ছে হলেও আর কিনতে চাইছেন না ইলিশ মাছ, কেন বাড়ল দাম জানা গেছে ঠিকমতো মাছ না আসার কারনেই বেড়েছে মাছের দাম। গোটা উত্তরবঙ্গ জুড়েই অ স্বাভাবিক বেড়েছে মাছের দাম। তবে ব্যাবসায়ীরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি নেমে যাবে মাছের দাম, এবং সেটা সাধারন মানুষের নাগালের মধ্যেই চলে আসবে।