বই সংগ্রহই যার একমাত্র নেশা, নদিয়ার এই শিক্ষকের এক অন্যন্য নজির বইমেলা থেকে লক্ষাধিক টাকার বই কিনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ‘বই সংগ্রহ করা বলতে গেলে তাঁর একরকম নেশায় পরিণত হয়েছে। তার জন্য এমনকি তিনি সঞ্চয় বাড়িয়েছেন আমিষ খাওয়া ছেড়ে দিয়ে । তবে শুধু তাই নয়। জীবনের বেশ কিছু বিলাসিতাকে তিনি হাসি মুখেই ত্যাগ করেছেন। ভবিষ্যতে একটি লাইব্রেরি তৈরিরও ইচ্ছা রয়েছে দেবব্রত বাবুর। তিনি ভালবাসেন এমনকি বই পড়তে ও পড়াতে। তার সংগ্রহে রয়েছে প্রায় ১৪ হাজার বই। প্রতিবছরই মূলত কলকাতা বইমেলা থেকে লাখ লাখ টাকার বই কিনে পেশায় শিক্ষক চাকদহের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায় চমকে দেন সকলকে৷ এবারও কোন ব্যাতিক্রম নেই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *