এক প্রবল সমস্যায় দার্জিলিং, রাস্তা ধসে আটকে যাওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং: গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারনে দার্জিলিং এ আটকে পড়েছেন বহু পর্যটক। গত ক য়েক দিন ধরেই অঝোড়ে বৃষ্টির কারনে টানা সমস্যা নিয়ে আছেন দার্জিলিং এর সাধারন মানুষ এবং তার সাথে পর্যটকেরা। দার্জিলিং থেকে সমতলে নামবার দুটি রাস্তাই আপাতত বন্ধ হয়ে আছে। টানা ধস নামায় কোনভাবে একটা রাস্তা সারিয়ে পর্যটক দের নীচে নামতে ব্যাবস্থা করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। নীচে নামতে প্রচণ্ড সমস্যা থাকায় সেনাবাহিনী নিজেরা এগিয়ে এসে সাহায্য করছে পর্যটক দের। সাধারনত দার্জিলিং এইভাবে আটকে পড়ে না, টানা বৃষ্টির কারনেই সমস্যার মধ্যে পড়ে গেছে দার্জিলিং।

এবার ধস নেমেছে একেবারে দার্জিলিং শহরের দুধার থেকেই। ধসে আটকে পড়ে গেছে ছোট বড় সব ধরনের গাড়িই। যেটার সমস্যা আরো বেড়েছে বৃষ্টি না থামবার কারনে। টানা বৃষ্টির কারনে ধস সরাতেও সমস্যার মধ্যে পড়ে গেছেন সাধারন মানুষ এবং সেনাবাহিনীর জওয়ানেরা। ধস না সারানো পর্যন্ত পর্যটক দের পাহাড়ে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সমতলে থাকা পর্যটক দের বারনও করে দেওয়া হয়েছে তারা যাতে উপরে উঠৈ না আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *