অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ট্রয় ট্রেন, চরম হতাশ পর্যটকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে ট্রয় ট্রেন। হতাশ হয়ে পর্যটকেরা বাতিল করছেন টিকিট এবং বুকিং। গত কয়েকদিন ধরে আবহাওয়া একেবারেই ভালো নেই পাহাড়ে। বৃষ্টির কারনে ধস নেমেছে সব জায়গাতেই। পাহাড়ের স্থানীয় মানুষ তো বটেই আটকে থাকা পর্যটকেরাও পড়ে গেছেন ভয়ানক সমস্যার মধ্যে। কিভাবে ফিরবেন বুঝেই উঠতে পারছেন না তারা। গত কয়েকদিন থেকেই বন্ধ রাখা হয়েছে ট্রয় ট্রেন। এদিন খোলার কথা ছিল তবে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ট্রয় ট্রেন কতৃপক্ষের তরফ থেকে।

আরো জানা গেছে পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে ততদিন পযর্ন্ত বন্ধ থাকবে ট্রয় ট্রেন। কারন কখন ধস নামবে জানেন না কেউই। এই পরিস্থিতিতে যাতায়াত এবং ট্রয় ট্রেন বন্ধ রাখা হল বলে জানিয়েছে ট্রয় ট্রেন কতৃপক্ষ। ট্রয় ট্রেনের জনপ্রিয়তা মাথায় রেখেই বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত জানিয়েছে রেল কতৃপক্ষ। কবের থেকে খুলবে রাস্তা? জানা গেছে পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে, যা পরিস্থিতি তাতে বর্ষা না গেলে খোলা সম্ভব নয় বলে জানিয়েছে ট্রয় ট্রেন কতৃপক্ষ। আপাতত বন্ধ পাহাড়, তাই ট্রয় ট্রেনও বন্ধ। পর্যটকেরা জানিয়েছেন পরিস্থিতির উন্নতি হলেই খুলবে রাস্তা, ততদিন অপেক্ষায় থাকতে হবে সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *