স্বাভাবিক হল পাহাড়ের জনজীবন, পর্যটক দের ভীড় নিয়ে আশা পাহাড়ের হোটেল ব্যাবসায়দের
নিজস্ব সংবাদদাতা : আবার শুরু হতে চলেছে পাহাড়ের পর্যটন এর ব্যবসা। ধসের কারণে বেশ কদিন ধরে বন্ধ ছিল পর্যটকদের চলাচল। সিকিম সহ ওটা পাহাড় জুড়ে ধসের প্রভাবে প্রচুর ক্ষতি হয়েছে পাহাড়ের পর্যটনের ব্যবসার। গত দুদিন ধরে পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে অনেকটাই, সেনাবাহিনী জওয়ান এবং স্থানীয় মানুষের সৌজন্যে মাছের পাথর সরানো গেছে, এর ফলে পর্যটন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যেসব পর্যটকেরা দার্জিলিঙে বেড়াতে এসে শিলিগুড়িতে আটকে আছেন তাদের পাহাড়ে আসতে দেওয়া হবে। কারণ দার্জিলিং এর আবহাওয়া বর্তমানে অনেকটাই মনোরম পর্যটনের পক্ষে, তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিক দার্জিলিং এ সিকিমের রাস্তা এখনো ঠিক হয়নি এর ফলে সিকিমে যেতে চাইছেন না পর্যটকেরা কারণ ফিরে আসার সময় অনেক পর্যটকদেরই প্রচুর কষ্ট করতে হয় কারণ তাদের সাথে একদিকে যেমন বয়স্ক লোকেরা থাকেন তেমনি অন্য দিকে বাচ্চারা থাকে যাদের নিয়ে সিকিমের রাস্তায় চলাফেলা করা একেবারে সহজ কথা নয়।
তবে দার্জিলিং এর আবহাওয়ার প্রচুর উন্নতি ঘটেছে এবং পর্যটকরা ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন দার্জিলিঙে আসতে। তাই দার্জিলিং এর রাস্তা খুলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় প্রশাসন। সাধারণত এই সময় দার্জিলিঙে প্রচুর পর্যটকদের ভীত থাকে কিন্তু দুর্ভাগ্যবশত গত দুই তিন মাস ধরে দার্জিলিং সহ গোটা পাহাড় জুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রচন্ড সমস্যা সৃষ্টি হয়েছে জনজীবনে। তাই আপাতত কয়েকদিন ধরে রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্থানীয় প্রশাসন। তবে রাস্তা খুলে দেওয়া হয়, মনে করা হচ্ছে আবার শুরু হবে পর্যটকদের আসা যাওয়া।