রাজস্থানে এক পাইলটের মৃত্যু হল মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এখন সকলের মনে দগদগে রয়েছে কুন্নুরের কপ্টার দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি ৷ এর মধ্যে ফের দুর্ঘটনার কবলে পড়লো বায়ুসেনার বিশেষ বিমান৷ রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে শুক্রবার রাতেই ৷ ককপিটে ছিলেন উইং কমান্ডার হরশিত সিনহা৷ তাঁর মৃত্যু হয়েছে৷

এদিকে বায়ুসেনাও টুইট করে দুর্ঘটনার খবর জানায় ৷তারা জানায় শুক্রবার রাত সাড়ে আটটায় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমানটি ভেঙে পড়ে নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন৷ পরে জানা যায়, যুদ্ধবিমানটি ভেঙে পড়ে জয়সলমীরের স্যাম পুলিশ স্টেশন এলাকার ডেসার্ট ন্যাশনাল পার্কের কাছে ৷ দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন বিমানটির পাইলট উইং কমান্ডার হরসিত সিনহা৷স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়৷ এমনকি নিখোঁজ পাইলটের খোঁজে চলে ব্যাপক তল্লাশিও৷ পরে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম জানায়, তিনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷ এছাড়াও পাইলটের মৃত্যুর খবর সুনিশ্চিত করে বায়ুসেনাও৷ তারা টুইট করে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, উইং কমান্ডার হরশিত সিনহার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷

উল্লেখ্য ,চলতি বছর সামনে এসেছে একাধিক মিগ-২১ বিমানের দুর্ঘটনার খবর৷ তারপরই মিগ-২১ এর নাম দেওয়া হয় ‘ফ্লাইং কফিন’৷ পরিসংখ্যান বলছে, ১৯৭১ থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত দুর্ঘটনার শিকার হয় ৪৮২টি মিগ যুদ্ধবিমান৷ দুর্ঘটনায় ৩৯ নাগরিক, ১৭১ পাইলটের মৃত্যু হয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার কারণ ছিল যান্ত্রিক ক্রুটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *