এক পুরনো বাড়ি ভেঙ্গে পড়লো জলপাইগুড়িতে, চরম আতঙ্ক গোটা এলাকা জুড়ে
জলপাইগুড়ি : জলপাইগুড়িতে পুরনো তিনতলা বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক সৃষ্টি হল গোটা এলাকা জুড়ে। গতকাল রাতে ওই পুরনো তিনতলা বাড়িটি ভেঙে পড়ে, বনেদি বাড়ি নামে খ্যাত এবং পরিচিত ওই বাড়িতে ৪২ জন একই পরিবারের মানুষ থাকেন। অবশ্য কেউ কেউ বাইরে কর্মরত। ঠিক সাতটা বেজে ৪৫ মিনিট সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বাড়িটির একাংশ ভেঙে পড়ে। প্রতিবেশীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন, খবর জাগা হয় দমকল এবং ডিজাজটার ম্যানেজমেন্ট গ্রুপকে।
এদিকে প্রতিবেশীদের অভিযোগ তারা প্রত্যেকেই অনেকদিন ধরে বাড়িতেই ঠিক করবার কথা বলছিলেন ওই বাড়ির বাসিন্দাদের, যদিও তারা জানান ওই বাড়ির বাসিন্দারা প্রত্যেকেই ভদ্র এবং উচ্চ শিক্ষিত। বিভিন্ন কারণে তাদের বাড়িটির মেরামতি করা হয়ে উঠছিল না। গতকাল ঠিক সন্ধ্যা সাতটা বেজে ৪৫ মিনিটে ভেঙে পড়ে ওই বাড়িটির একাংশ। তবে কেউ আহত হননি সেভাবে। রাত হয়ে যাওয়ায়, এবং কোন উপায় না থাকায় ওই বাড়ির বাসিন্দারা প্রতিটি প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেন। তবে তারা জানিয়েছেন খুব তাড়াতাড়ি ওই বাড়িতে মেরামতির কাজে হাত দেওয়া হবে। ভেঙে যাওয়া বাড়ির জিনিসপত্র আজ সকালে পুরসভার পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।