মাথাভাঙ্গাতে লেখা মুছে দেবার পরেও আবার লিখলেন প্রতিবাদীরা
নিজস্ব সংবাদদাতা : লেখা মুছে দেওয়ার পরেও আবার লিখলেন প্রতিবাদীরা, কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সমর্থকদের উপরে অভিযোগ আসে তারা প্রতিবাদীদের মারধর করে সমস্ত লেখা মুছে দিয়েছে। এরপরে শুরু হয় কোমর বিক্ষোভ। প্রতিবাদীরা আরও দ্বিগুণ সংখ্যায় চলে আসে ওই এলাকায়। রাত বারোটা থেকে আবার শুরু হয় লেখা। সঙ্গে গান। যোগদান ওই এলাকার বেশ কিছু সংখ্যক স্থানীয় মানুষ। সারারাত ধরে রাস্তায় আলপনা একে আবার প্রতিবাদ শুরু করেন ছেলে-মেয়ের দল । তারা একই সুরে সমস্বরে বলেন যতবার মুছে দেওয়া হবে ততবার লেখা হবে, এইভাবে কোনদিন প্রতিবাদের কণ্ঠরোধ করা যায়নি যাবেও না, আগামী তিন চার দিন আরো ব্যাপক আকারের প্রতিবাদ হবে মাথাভাঙ্গা এবং কোচবিহারে।

এমনকি এদিন হুংকার দেন প্রতিবাদে যাওয়া যুবক এবং যুবতীরা। তারা জানান এইভাবে আমাদের কন্ঠেরোধ করা যাবে না। আমাদের জীবন তৈরি হয়েছে প্রতিবাদ করার জন্য। তাই প্রতিবাদ আমরা করব। তৃণমূলের গুন্ডারা আমাদের মেরে প্রতিবাদীদের এলাকা থেকে সরিয়ে দিতে চেয়েছিল , কিন্তু আমরা আবার ফিরে এসেছি। প্রতিবাদ করতে এবং প্রতিবাদ জানাতে।