সুখোই-৩০ এমকেআই বিমানে চড়ে চীনের বুক কাপালেন ভারতের মহিলা যুদ্ধ বিমান চালক, অবনী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

সমুদ্রবক্ষে আগ্রাসন বাড়ছে চীনের (China)। নিজের সীমারেখা বাড়াতে পাগলের মত চীন অন্যের দেশের বর্ডারে ঢুকে পড়ছে। এবার চীনকে চাপে ফেলেছে ভারত আর জাপানের যৌথ যুদ্ধ মহড়া। যার কারণে বেশ সন্তুষ্ট বেজিং। এই যৌথ মহড়ায় খতরনাক যুদ্ধবিমান চালিয়েছেন অবনী চতুর্বেদী (Avani Chaturvedi)। এই নাম গোটা ভারতবর্ষের কাছে চেনা। যিনি ২০১৮ সালে প্রথম একা মিগ-২১ যুদ্ধবিমান চালিয়েছিলেন। অবনী হলেন দেশের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক (Fighter Pilot)। চীনের বুক কাঁপিয়ে আকাশ পথে সুখোই-৩০ এমকেআই বিমান চালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *