এবার জলপাইগুড়িতেও হলো ” রাত দখল” অভিযান, যোগ দিলেন শহরের বহু বিশিষ্ট মানুষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : প্রতিবাদে ঝড় উঠলো এবার জলপাইগুড়িতেও, জলপাইগুড়িতে হলো রাত দখল অভিযান কর্মসূচি। জলপাইগুড়ির কদমতলা মোড়ে এই ডাকে সাড়া দিয়ে এদিন রাত ১ঃ০০ টায় উপস্থিত হয়েছিলেন সমাজের বিজ্ঞজনরা, এদের মধ্যে ছিলেন লেখক, সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পীরাও। এদিন কদমতলা মোড়ে আলপনার মাধ্যম দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন তারা, উই ওয়ান্ট জাস্টিস এই শ্লোগানে রাত দুটোর সময় কদমতলকে মনে হচ্ছিল সন্ধ্যা ছটা। আশেপাশের এলাকা থেকে ও মানুষ এসে উপস্থিত হয়েছিলেন এই প্রতিবাদ মিছিলে।

এদিন প্রত্যেকেই জানান যতদিন না পর্যন্ত অপরাধী শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। গোটা জলপাইগুড়ি শহর তখন মোমবাতির আলোতে ছেয়ে গেছে। শহর জলপাইগুড়ির এত মানুষ সমবেতভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছেন, এত মানুষ এসেছেন, এটা জলপাইগুড়ি শহর এতদিন দেখেনি। পুরো কদমতলা এবং আশেপাশের বিল্ডিং থেকে এদিন প্রচুর মানুষ মোমবাতি জ্বালিয়ে, এবং মোবাইলের টর্চ জ্বালিয়ে তাদের প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *