নিরাময় দরকার মণিপুরের , ক্রমশ বাধা দিচ্ছে সরকার’, রাহুলের বিস্ফোরক অভিযোগ অশান্ত পার্বত্য রাজ্য সফরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :বিষ্ণুপুরে পুলিশ কনভয় আটকে দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে চপারে চূড়াচাঁদপুরে গিয়ে ত্রাণশিবির পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ত্রাণশিবির পরিদর্শনকালে মণিপুর রাজ্য বিজেপি ও কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি অভিযোগ করে বলেন, ‘মণিপুরের ভাই-বোনদের কথা শুনতে এসেছিলাম। কিন্তু, সেসব শুনতে বাধা দেওয়া হচ্ছে।’ এনিয়ে টুইট করেছেন রাহুল। তিনি লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে সরকার আমাকে বাধা দিচ্ছে। শান্তি আমাদের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘রাহুল গান্ধীর কনভয়কে বিষ্ণুপুরের কাছে পুলিশ থামিয়ে দিয়েছে। পুলিশ বলছে, তারা আমাদের অনুমতি দেওয়ার মত অবস্থায় নেই। রাহুল গান্ধীর উদ্দেশে ঢেউ তোলার জন্য রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে ছিলেন। আমরা বুঝতে পারছি না কেন পুলিশ আমাদের থামিয়েছে।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশও পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। রমেশ বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী মণিপুর সংকটের ব্যাপারে নীরব থাকলেও রাহুল গান্ধী অশান্ত পার্বত্য রাজ্যে নিরাময়ের বার্তা নিয়ে পৌঁছেছেন।

প্রবীণ কংগ্রেস নেতা বৃহস্পতিবার সকালে মণিপুরে তার দুই দিনের সফরে ইম্ফল পৌঁছন। কথাই ছিল তিনি ত্রাণশিবির পরিদর্শন করবেন। মণিপুরে সপ্তাহব্যাপী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন। চলমান হিংসার মধ্যে রাহুলই হলেন প্রথম বিরোধী রাজনৈতিক দলের নেতা, যিনি মণিপুর সফর করলেন।

মণিপুর সফরে পুলিশ রাহুল গান্ধীর কনভয় থামানোয়, তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং বলেছেন, ‘এটা একধরনের স্বৈরাচার। আমাদের গণতন্ত্র কী পরিস্থিতিতে রয়েছে, এটা তার একটা নমুনা। আমরা এখানে রাজনীতি করতে আসিনি। আমরা এখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করতে এসেছি। তাঁদের সান্ত্বনা দিতে এসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *