পুলিশের সাথে মানুষের সম্পর্ক, এই মর্মে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল “সম্পর্ক” নামক এক বিশেষ অনুষ্ঠান
শিলিগুড়ি : পুলিশকে বুঝতে পারে না মানুষ। তাইতো তৈরি হয় না সম্পর্ক। তাই আমরা নাম দিলাম সম্পর্ক। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সাথে মানুষের এক সম্পর্ক তৈরীর জন্য এক অনুষ্ঠান হল যার নাম সম্পর্ক। অনুষ্ঠানের সূচনা করে ওয়ার্ড কাউন্সিলর এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান বরাবরই পুলিশের সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে,কিন্তু তাদেরও পরিবার আছে এবং তারাও মানুষ। তাই ভুল-ত্রুটি তাদের হতেই পারে। তবে পুলিশ আছে বলেই সমাজ আছে আমরা আছি। আজকে পুলিশ আমাদের কাছে এসেছে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে। আর আমরা সেই চেষ্টাই করছি। পুলিশের সাথে মানুষের নতুন বন্ধন তৈরি হচ্ছে যার নাম সম্পর্ক। আমাদের চেষ্টা থাকবে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠান করা। যাতে পুলিশের সমস্যাটা মানুষ বুঝতে পারে।
এদিন পুলিশের সাথে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ৩৩ নম্বর ওয়ার্ডে মানুষের সমস্যা নিয়ে এদিন আলোচনা হয় এবং কর্তারা সেখানে আলোচনা করেন। পুলিশের ভূমিকা নিয়েও মানুষের ভুল ধারণা আছে আমাদের সেটা ভেঙে দিতে হবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। আমরা এই ভাবে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে এই ধরনের অনুষ্ঠান করব, যাতে পুলিশের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় মানুষের কাছে, এদিন এমনটাই জানান মেয়র গৌতম দেব।