AC থেকে বেরিয়েছিল সরু সুতোর মতো , টান মারতেই ফোঁস করে চলন্ত ট্রেনের কামরায় বেরিয়ে এলো সাপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ট্রেনে আর কী কী না হবে! বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভরতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ফি বছর কোটি কোটি মানুষকে পরিষেবা দিলেও, অনেক সময়ই যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। এতদিন অভিযোগ ছিল, ট্রেনে আরশোলা-ইঁদুর ঘুরে বেড়ানোর। এবার দেখা মিলল সাপের! চলন্ত ট্রেনে মস্ত বড় এক সাপকে দেখেই হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের মধ্যেও ।সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই ভিডিয়ো। দেখা গেছে , ট্রেনের সাইড আপার বার্থের লোহার হ্যান্ডেলের মধ্যে জড়িয়ে রয়েছে লিকলিকে একটি লম্বা সাপ। মাঝেমধ্যেই তা নাড়াচাড়া দিয়ে উঠছে। মুখ বাড়িয়ে সিলিংয়ে পৌঁছনোর চেষ্টা করছে।

এদিকে, সাপ দেখেই তো যাত্রীদের আত্মারাম খাঁচা যাত্রীদের। ওই সিটে যিনি বসেছিলেন, তিনি তো প্রথমবার লক্ষ্য করতেই পড়িমরি করে ছুট লাগান। সমস্যায় পড়েন আশেপাশের সিটে বসা যাত্রীরা। তারা সিট ছেড়ে যেতেও পারছেন না, আবার সাপের ভয়ে বসে থাকাও দায়। যদি লাফ দেয়! বা সিট বেয়ে নেমে আসে!

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জব্বলপুর থেকে মুম্বইগামী গরিবরথ এক্সপ্রেস ট্রেনে। এসি কামরার ভেন্টেই লুকিয়ে ছিল সাপটি। চলন্ত ট্রেনে হঠাৎ সাপ বেরনোয় আতঙ্কিত হয়ে পড়েন তারা। জানা গিয়েছে, কাসারা রেলস্টেশন পার করার পর এক যাত্রী হঠাৎ লক্ষ্য করেন যে সাইড আপার বার্থে সাপ ঝুলছে। সঙ্গে সঙ্গে তিনি সহযাত্রীদের সতর্ক করেন। শেষে রেল আধিকারিকদের খবর দিলে, তারা এসে যাত্রীদের সাময়িকভাবে অন্য কামরায় স্থানান্তরিত করেন এবং এই কামরাটি লক করে দেওয়া হয়। শেষ খবর অনুযায়ী, ট্রেন থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে সাপটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *