শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ” অপরাজিতা পরিসর ” তৈরি হলো তিলোত্তমার স্মৃতি রক্ষার্থে
শিলিগুড়ি : শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তৈরি হলো ” অপরাজিতা পরিসর ” তিলোত্তমার স্মৃতি রক্ষার্থে। তিলোত্তমা স্মৃতি রক্ষার্থে এদিন এই অপরাজিতা পরিষর এর উদ্বোধন করলেন শিলিগুড়ির কিন্নরগোষ্ঠী এবং ছোট ছোট শিশুরা। উপস্থিত ছিলেন ওয়ার্ডের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান দিনের পর দিন চলে যাচ্ছে অথচ কোন সমস্যা সমাধান হচ্ছে না। আমরা বিভিন্নভাবে দাবি করছি এই আর জি কর ঘটনার তদন্ত শেষ হোক। দোষী এক হোক বা একের বেশি আমরা জানতে চেষ্টা করব না, কিন্তু সাজা হোক।
তিনি আরো জানালেন সারা বাংলার সাথে শিলিগুড়ির মানুষ যেভাবে প্রতিবাদে সাড়া দিয়েছেন তাতে আমি নিজেও গর্ব বোধ করছি শিলিগুড়িবাসী হিসেবে। আমি নিজে মনে করি একজন সচেতন মানুষ তিনি রাজনীতি করুন বা যে দলেরই সমর্থক হন না কেন প্রতিবাদ করা তারও দরকার। কারণ তার ঘরেও মাঠে বোন আছে স্ত্রী আছে। আজকের এই অপরাজিতা পরিসরের প্রদীপ প্রজ্জ্বলন করে আমরা এই প্রতিবাদের বার্তা সারা বাংলার মানুষের কাছে পৌঁছে দিলাম। এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া, মানুষ জাগুক এবং মানুষ জানুক। কারণ আর অন্যায় সহ্য করা হবে না।