নিজের অফিসে জেলা সভাপতি পাপিয়া ঘোষ , জানালেন পরবর্তী কর্মসূচি সম্পর্কে
নিজস্ব সংবাদদাতা : নিজের অফিসে জেলা সভাপতি পাপিয়া ঘোষ, আলোচনা করলেন পরবর্তী কর্মসূচি নিয়ে। ২০২৬ এর বিধানসভা নির্বাচন , তার আগে আমাদের তৈরি হতে হবে। বিজেপি এবং সিপিএম শিরোনামে আসতে চাইছে, কিন্তু আমরা সেটা হতে দেব না। আরজিকর নিয়ে রাজনীতি করছে বিজেপি এবং সিপিএম, কিন্তু যখন দেখলো আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু করা যাবে না, তখন নিজেরাই পিছিয়ে আসলো। ওরা কোন প্রতিবাদ করছে না ওরা রাজনীতি করছে। তবে বাংলার মানুষ সব বুঝতে পেরে গেছে, ওরা কোন কিছুতেই পাশ থেকে সরবে না। বাংলার মানুষ জানে মুখ্যমন্ত্রী কতটা কি করতে চান এবং কি করতে পারেন, তিনি মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারেন দেখিয়ে দিয়েছেন। আমাদের শুধু তার নির্দেশ মত কাজ করে যেতে হবে।
এদিন তিনি আরও ভালো কাজ করতে গেলে অনেক বাধা আছে, আমাদের সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে এত মানবিক সামনে থেকে না দেখলে ভাবা যায় না। তাই আমাদের উচিত তার পাশে দাঁড়িয়ে এই সময় কার নির্দেশ মত কাজ করা। এদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বও।