অবশেষে পাহাড়েও নামলো বৃষ্টি, চরম স্বস্তিতে পর্যটকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সমতলের সাথে পাহাড়েও নামলো বৃষ্টি, সেই সাথে সাথে স্বস্তিতে পর্যটকেরাও। কয়েকদিন ধরে অন্যান্য জায়গার মতো শৈল শহরে ও ভ্যাপসা গরম এবং আদ্রতার কারণে অস্বস্তিতে ছিলেন পাহাড়ের মানুষ। তাপমাত্রা বেদে প্রায় ৩০ ডিগ্রিতে দাঁড়িয়েছিল, পর্যটকেরা হাত পাখা নিয়ে বেড়াতে বেরিয়ে ছিলে, কেউ কি আবার ঠান্ডার জন্য আইসক্রিমও খাচ্ছিলেন। গতকাল বিকেল থেকে অন্যান্য জায়গার মতো দার্জিলিংএ ও বৃষ্টি নামে। তাপমাত্রা সন্ধ্যার দিকে নেমে যায় অনেকটাই, রাতে আবার বৃষ্টি হয় দার্জিলিঙে, এবং আজ সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং এ। দার্জিলিং স্টেশনে বহু পর্যটক আশ্রয় নিয়েছেন, এবং স্টেশনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগও করছেন।

এদিকে পাহাড়ের এই বৃষ্টি পুজোর আগে হোটেল ব্যবসায়ীদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন সবাই। পর্যটকরাও ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে শহরে বেড়াতে বেরিয়ে গিয়েছিলেন বৃষ্টিতে ভিজেই। আরও জানা গেছে এবারের মত হয়তো আর গরম পড়বে না দার্জিলিঙে, তাই আপাতত নিশ্চিত হোটেল ব্যবসায়ীরা এবং পর্যটকেরা, যারা নয় মাস আগে হোটেল বুকিং করে রেখেছিলেন। আপাতত ঠান্ডা তাই ক্রমশ শান্তি ফিরেছে মানুষের শরীরে এবং মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *