সিকিমের ছাঙ্গুতে তুষারপাত তাপমাত্রা নেমে গেল অনেকটাই, উপভোগ করছেন পর্যটকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সিকিমে আসার উদ্দেশ্য স্বার্থক পর্যটকদের। বেশ কয়েকদিন ধরেই সিকিমে বৃষ্টি হচ্ছিল, তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। ঝিরিঝিরি বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া তে পর্যটকদের আনন্দ অনেকটাই বেড়েছিল। অবশেষে আজ সকালে তুষারপাত শুরু হয়ে গেল সিকিমের ছাঙ্গুতে, ভোরের দিকে শুরু হওয়া এই তুষার পাশে তাপমাত্রা আরও কমে গেল সিকিমের। পর্যটকেরা ও মহানন্দে উপভোগ করলেন সিকিমের এই তাপমাত্রা নামার ঘটনাটা। ভোরের দিক থেকেই সিকিমে এদিন বৃষ্টি শুরু হয়ে যায় , তারপর থেকে প্রায় ঘন্টা তিনেক পর থেকেই শুরু হয়ে যায় সিকিম এ প্রবল তুষারপাত। বিশেষ করে উত্তর সিপিএম, প্রবল তুষারপাত হয়েছে এদিন সকালে। আর সেই সাথে তুষারপাত তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন সিকিমে বেড়াতে আসা পর্যটকেরা।

অনেক পর্যটকই আবার এও জানিয়েছেন তারা পুজোটা সিকিমেই কাটাতে চান, পুজো উপভোগ করবেন এবং ছুটিতে আনন্দ করবেন এই সিকিমে থেকেই। তারমধ্যে উপরি পাওনা এই তুষারপাত সিকিমের আসা পর্যটকদের মন অনেকটাই আনন্দে ভরিয়ে দিয়েছে। জানা গেছে তুষারপাতের ফলে সিকিমের তাপমাত্রা ছিল মাত্র ৯ ডিগ্রি। কাজেই পর্যটন ব্যবসায়ী যারা সিকিমে থাকেন তারাও আনন্দের দিন গুনতে শুরু করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *