প্রবল বৃষ্টি এবং ধসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল দার্জিলিং এর টয় ট্রেনের লাইন
নিজস্ব সংবাদদাতা : কয়েক দিন ধরে চলা বৃষ্টির কারনে চরম বিপর্যস্ত হল দার্জিলিং। এমনকি বন্ধ হয়ে গেলো টয় ট্রেন পরিষেবাও। তিন ধরিয়াতে ফের নতুন করে ধস নামার জেরে সম্পূর্ণ বন্ধ টয় ট্রেন চলাচলও । এদিকে ধস নামায় দার্জিলিং এর সড়ক পথও চরম বিপর্যস্ত হয়ে পড়ে । ট্রয় ট্রেনের পরিষেবা আপাতত ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এমনকি চলে জরুরী কালীন ভিত্তিতে মেরামতের কাজও । জানা গেছে পুজোর আগে এই ধরনের ধস দার্জিলিংয়ে গত ১০ বছরে কখনো হয়নি বলেই। ধস নামায় দার্জিলিং এর প্রধান সড়ক অনেকটাই ক্ষতিগ্রস্ত।
এদিকে দার্জিলিং শিলিগুড়ি রাস্তা অনেকটাই বিপদে পড়ে গেছে বলে খবরে জানা গেছে। দার্জিলিংয়ে তিন দিনে বৃষ্টিপাত হয়েছে প্রায় তিনগুণ, দার্জিলিং এর বেশ কিছু এলাকায় লাইট না থাকায় বিপদেও পড়ে হোটেল মালিকেরা। সময় কম থাকায় মেরামতির কাজও ঠিকমতো করতে পারা যাচ্ছে না বলে জানান হোটেল মালিকরা । শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বেশ কিছু চার চাকার গাড়ি এদিন বাতিল হয়ে যায় পাহাড়ের দুর্যোগের কারনে, এই কারনে হতাশ হয়ে নিচে নেমে আসতে হয় পর্যটকদের। তবে স্বাভাবিক হলে আবার মানুষ পাহাড়ে উঠবেন বলে দাবি করছেন উদ্যোক্তারা। তবে পুজো চলে আশায় কিছুটা আশঙ্কায় আছেন তারাও। দার্জিলিং এর পাশাপাশি সিকিমের অবস্থাও একই। ধস এর কারণে চরম বিপর্যস্ত সিকিম এর সমস্ত পরিষেবাও।