কোনো রকম চিকিৎসা হচ্ছে না, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ভাঙচুর করলেন ক্ষিপ্ত রোগী এবং তাদের আত্মীয়রা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : কোনো রকম চিকিৎসা হচ্ছে না কয়েক দিন ধরে, একের পর এক ভোগান্তি, যন্ত্রণায় ছটফট করছে রোগীরা, অথচ তাদের চিকিৎসা নেই, পরিষেবা শিকেয় উঠেছে। আর থাকতে না পেরে অবশেষে মেডিকেল কলেজ ভাঙচুর করলেন রোগী এবং রোগীর আত্মীয়রা। অসন্তোষ ক্রমশ বাড়ছিলই , অবশেষে এদিন সকালে তা স্ফূলিঙ্গে পরিণত হয়, রোগীর আত্মীয়রা জানান দিনের পর দিন এই ভাবে চলতে হয় তাদের, দুশ্চিন্তায় দিন কাটে আত্মীয়ের চিকিৎসা হচ্ছে না এই চিন্তায়।

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তারেরা অনশন করে চলেছেন, দিনের পর দিন। এদিন প্রথমে তারা সুপারের কাছে যান সুপার কোন সদুত্তর না দিতে পারায়, ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা, চেয়ার টেবিল ছুড়ে ফেলেন রোগীরা, সামনে কিছু খাবারের দোকানে ভাঙচুর চলে , ভাঙচুর করা হয় রিসেপশনের ঘরটিও। রোগীরা জানান তাদের চিকিৎসা হচ্ছে না সাত দিন হয়ে গেল, অথচ কোন হেলদোল নেই ডাক্তারদের, এদিকে তাদের আত্মীয়রা জানিয়েছেন দিনের পর দিন টোটো রিক্সা ভাড়া করে দিনে পাঁচবার যাতায়াত করেন তারা, টাকা তো যাচ্ছেই অন্যদিকে পরিষেবা শূন্য। ক্ষিপ্ত রোগীর আত্মীয়রা এদিন ডাক্তারদের ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়, ছুটে আসেন হাসপাতালে বেডে শুয়ে থাকা রোগীরাও। তারাও ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে দেন। পরিস্থিতি সামাল দিতে সুপার ছুটে আসে , কথা দেন ব্যাপারটি তিনি দেখছেন এবং খুব তাড়াতাড়ি যাতে অবস্থা ঠিক হয়। রোগীর আত্মীয় এবং রোগীরা জানান
এবার যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় , তারা নিজেরাই আইন নিজেদের হাতে তুলে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *