দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয়া সম্মেলনী
শিলিগুড়ি : বিজয়া সম্মিলনী শুরু হয়ে গেছে, আজ শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল শিলিগুড়িতে। মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার জেলা সভাপতি পাপিয়া ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এমএমআইসি এবং কাউন্সিলরেরা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব শুভ বিজয়া উপলক্ষে শিলিগুড়ি শহরবাসীকে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানান। এদের জেলা সভাপতি জানান সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা ছাড়াও অনেক অনেক অভিনন্দন থাকলো। এবারকার পুজো সকলের কাছে ভালো কেটেছে এই আশা করি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে একসাথে আমাদের তৃণমূল কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে চলুন আপনাদের কাছে এটাই আমার একান্ত অনুরোধ। জেলা সভাপতি আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের কাছে থাকেন সব সময়, তাই আমরাও মুখ্যমন্ত্রীর পাশে আছি।
এদিন মেয়র গৌতম দেব শিলিগুড়িবাসীকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে জানান আমাদের সবার কাছে দুর্গাপূজার একটা আলাদা অনুভূতি, তাই আশা করছি সবাই ভালো কাটিয়েছেন দুর্গাপুজো। সামনে কালীপুজো এবং ভাইফোঁটা এরপরে জগধাত্রী পূজা আছে কাজী পুজো এখনো শেষ হয়ে যায়নি। আপনারা সবাই ভাল থাকবেন এবং আগামী পূজো গুলি আনন্দে কাটাবেন এই আশা করি এবং প্রার্থনা করি ভগবানের কাছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন , বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রতিবছরই মানুষের কাছে আনন্দ নিয়ে আসে, এবারও মানুষ তার ব্যাতিক্রম হতে দেয়নি। নিজেরা আনন্দ করেছে সবাইকে নিয়ে আনন্দ করেছে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এরপরেও আমাদের অনেক কাজ আছে, সামনে বিধানসভা নির্বাচন দেরি আছে ভাবলেও ভুল খুব একটা দেরি নেই। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি।