শিলিগুড়িতে ক্রমশ বন্ধ হয়ে যেতে পারে আলুর যোগান, চরম সমস্যায় ব্যবসায়ীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে বন্ধ হয়ে যেতে পারে আলুর যোগান, এদিকে পাইকারি আলু ব্যবসায়ীদের লাগাতার ক্ষোভের কারনে আলুর যোগান বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা এও জানিয়েছেন তাদের সাথে কোনো আলোচনা না করেই আলুর দাম নিয়ে অযথা অযথা দড়ি টানাটানি চলছে। এইভাবে যদি আর কিছুদিন চলে তবে তো আলোর যোগানি বন্ধ হয়ে যাবে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে।

এদিকে পাইকারি ব্যবসায়ীরা আরও জানিয়েছেন গত তিন মাস ধরে তারা নানান সমস্যার মধ্য দিয়ে চলছেন। তা সত্ত্বেও তারা সাধারণ মানুষের স্বার্থে আলোর ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা । তবে তারা জানিয়েছেন এইভাবে আর বেশিদিন তারা আলুর ব্যবসা চালিয়ে উঠতে পারবেন না। তাই হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় আলুর বাজার তবে তার দায়িত্ব তাদের নয়। এদিকে আলুর ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে এই চিন্তায় পড়ে গেছেন ক্ষুদ্র দোকানদারেররাও , তারা জানিয়েছেন এইভাবে তারাও হয়তো আর কিছুদিন টানতে পারবেন। সব মিলিয়ে ক্রমাগত ঘন অন্ধকারে ছেয়ে যেতে চলেছে শিলিগুড়ি আলুর বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *