RG Kar মডেলেই ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ এবার ন্যাশনাল মেডিক্যালেও , প্রকাশ্যে এলো এক বিস্ফোরক চিঠি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বাস্থ্যক্ষেত্রে সন্ধান মিলল আর‌ও এক আরজি করের। এবার আরজি কর মডেলের অনুকরণেই সামনে এলো ন্যাশনাল মেডিক্যাল কলেজের ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। ন্যাশনাল মেডিক্যালেও আরজি করের ধাঁচে ওষুধ, চিকিৎসা সামগ্রী ক্রয় নিয়ে প্রকাশ্যে অ্যাডিশনাল মেডিক্যাল সুপার কিংশুক বিশ্বাসের লেখা একাধিক বিস্ফোরক চিঠি। ‘যাচাই না করেই বিলে সই করার জন্য চাপ দেওয়া হচ্ছে’, এম‌এসভিপি অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে এ ভাষাতেই বিস্ফোরক অভিযোগ করেছেন অতিরিক্ত মেডিক্যাল সুপার কিংশুক বিশ্বাস।

সরকারি নিয়মে‌ বিল‌ যাচাই করে স‌ই করেন অতিরিক্ত মেডিক্যাল সুপার (এ‌এম‌এস)। ন্যাশনালে সেই নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ উঠছে । কারা মানছেন‌ না সরকারি নির্দেশনামা? অতিরিক্ত মেডিক্যাল সুপারের নিশানায় এম‌এসভিপি’র কার্যালয়ের আধিকারিকদের একাংশ। প্রসঙ্গত, ন্যাশনালের‌ এম‌এসভিপি থেকে আরজি করের অধ্যক্ষ‌ হন সন্দীপ ঘোষ। সেই সূত্রেই দুর্নীতির অভিযোগে এবার ভিন্ন মাত্রা যোগ।

এদিকে আরজি কর দুর্নীতি কাণ্ডে ন্যাশনালেও হানা দিয়েছে সিবিআই। এমতাবস্থায়, অ্যাডিশনাল মেডিক্যাল সুপারের চিঠি অস্ত্র হতে পারে সিবিআইয়ের। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এরইমধ্যে ন্যাশনাল মেডিক্যালে কেলেঙ্কারির জল গড়িয়েছে রাজ্য গ্রিভান্স সেল পর্যন্তও। এদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে এ ধরনের ঘটনায় নিষ্পত্তি করতেই রাজ্য গ্রিভান্স সেল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কার্যালয়েও এই আর্থিক অনিয়ম নিয়ে পাঠানো হয়েছে অভিযোগ। ‘আমার সঙ্গে অন্তত দুর্নীতির সম্পর্ক নেই’, অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বলেছেন ন্যাশনালের এম‌এসভিপি অর্ঘ্য মৈত্র। তাহলে কি অন্যদের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে? এই প্রসঙ্গে এম‌এসভিপি’র প্রতিক্রিয়া নিয়েও জল্পনা তুঙ্গে। এদিকে দুর্নীতির অভিযোগও ওড়াননি অতিরিক্ত মেডিক্যাল সুপার‌ কিংশুক বিশ্বাসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *