পূজার মরশুমে দাম বেড়েছে মাছের, তবু এতটুকু কমেনি ক্রেতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পুজোর মরশুমে দাম বেড়েছে মাছের। রুই হোক অথবা কাতলা অথবা ছোট মাছ , সব মাছেরই দাম বেড়েছে অনেকটাই। তবে মাছের দাম বাড়লেও ক্রেতা কমেনি। এর থেকেই বোঝা যায় মাছের দাম ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। এত মাছের দাম বেড়ে গেছে তবুও মাছ বিক্রি কমেনি। বাঙালির মননে মাছের জনপ্রিয়তা যে কতখানি সেটা দেখলেই বোঝা যায়। শিলিগুড়ি সব বাজারে মাছের বাজার আগের মতই জ্বলজ্বল করছে। শিলিগুড়ির প্রধান বাজার গুলিতে মাছের দাম যেমন বেড়েছে, তেমনি বেড়ে গেছে ক্রেতার সংখ্যা। কুচ পরোয়া নেহি এই মনোভাব নেই মাছ কিনতে আসছেন ক্রেতারা। উৎসবের মরশুমে এক রকম নয়, একবারে তুই থেকে তিন রকমের মাছ কিনছেন ক্রেতারা।

এদিকে শিলিগুড়ির সব বাজারে মাছ বিক্রেতারা জানিয়েছেন, এবারের মরসুমে তাদের হতাশ করেনি বাজার। সব মাছই সমভাবে বিক্রি হয়েছে। বাংলাদেশের সমস্যার জন্য আসেনি ইলিশ মাছ, তবুও পরে ডায়মন্ড হারবার এবং মালদার ইলি বিক্রি হয়েছে অনেকটাই। এক কথায় বলতে পারা যায় ইলিশের মরশুমেও অন্য মাছ বিক্রি ভালোই হয়েছে। এরপরেই আসছে পিকনিকের মরসুম, এই বিক্রিতে আমরা বেশ আশাবাদী। আশা করছি এবারে মরশুমে মাছ বিক্রিতে রেকর্ড করবে শিলিগুড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *