শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে পালন করা হলো জহরলাল নেহেরুর ১৩৬ তম জন্ম দিবস
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে জহরলাল নেহেরুর ১৩৬ তম জন্ম দিবস পালন করা হলো। আজ শিলিগুড়ি পুরসভাতে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরসভার এমএমআইসি এবং কাউন্সিলরেরা ভারতের প্রথম প্রধানমন্ত্রীর ছবিতে মালা দিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এদিন মেয়র গৌতম জানান আমাদের কাছে পন্ডিত জহরলাল নেহেরু জীবন এক ইতিহাস। দিদি তার কাজের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে চিনিয়েছেন। তার কথা এবং তার জীবনী আমাদের কাছে এক অসাধারণ স্মৃতি হিসেবে থাকবে। পন্ডিত জহরলাল নেহেরুর জীবন ছিল এক অসাধারণ চরিত্রের মত। তিনি শুধু মূল্যবোধকে মাথার চারা দিয়ে উঠতে দেননি , তিনি মানুষকে আধুনিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে গেছেন। আমাদের কাছে তার জীবনী সত্যি সত্যি এক মূল্যবান সম্পদ হিসেবে পরিচিত। তাই তার আজকে ১৩৬ তম জন্মদিন দিনটিকে শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার সাথে পালন করছি। তার কাজের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ কে এগিয়ে নিয়ে যাব বলে জানালেন মেয়র গৌতম দেব।