সোশ্যাল মিডিয়ার যুগে পূজো হচ্ছে ভিডিও কলিংয়ে, তবুও থাকবো আমরা বললেন বিশিষ্ট শিক্ষক তথা পুরোহিত সুকুমার ভাদুড়ী
নিজস্ব সংবাদদাতা : বয়সের জন্য ছোটাছুটি করতে পারেন না, তবুও পুজোর সময় একদমই বসে থাকেন না শিলিগুড়ির হাকিম পাড়ার সুকুমার ভাদুড়ী। গণেশ পূজো হোক, দুর্গাপূজা অথবা কালীপুজো সব পুজোতেই ডাক আসলেই দৌড়ে যান সুকুমার ভাদুড়ী। তিনি জানালেন এতদিন হয়ে গেল পুজো করছি, একটা টান তো থাকবেই। ঈশ্বরের আশীর্বাদ আছে আমার সাথে, তার আশীর্বাদ এইতো এগিয়ে চলেছি। দিনের পর দিন সমস্ত বাধা বিপত্তির মধ্য দিয়েও আমি এগিয়ে যাচ্ছি। এইসব ভগবানের আশীর্বাদ না পেলে হবে? আমি নিজে জানি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ আমার সাথে আছে, তাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই আমি আজকে সুকুমার ভাদুরি হতে পেরেছি।
তিনি আরো জানালেন, এতদিন ধরে আমি পূজা করে যাচ্ছি, কোন সমস্যা হয়নি। আজকের এই আধুনিক যুগে, মানুষ যখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল পূজো হয়ে যাচ্ছে ভিডিও কলিং করে এক দেশ থেকে অন্য দেশে। বিয়ে হচ্ছে এক দেশের থেকে অন্য দেশে, সেই সময় একদম অপরাজিত থেকে পুজো করে যাচ্ছেন তিনি। তাই তার নাম সুকুমার ভাদুড়ী। তুমি জানালেন যতই সোশ্যাল মিডিয়া আসুক যতই যুগ আধুনিক হোক , আমাদের ডাক পড়বেই। আমাদের ছাড়া চলবে না। একেবারে দৃঢ় প্রতিজ্ঞ সুকুমার ভাদুড়ী।। তিনি এও জানান যুগের পর যুগ ধরে পূজো হচ্ছে, আর হয়েও যাবে , যোগ হবে আধুনিকতাও তবুও আমাদের দাম কমবে না,আমরা ছিলাম আছি এবং থাকব। এই আধুনিক যুগ সম্পর্কে তার অভিমত যুগ আধুনিক হোক, আপত্তি নেই কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা কমে যাবে না কোনদিনই তা থাকবেই এমনটাই জানালেন সুকুমার ভাদুরী।