শীতের সকালে ” সৌরভ ” অথবা ” ঋদ্ধিমান ” হবার স্বপ্ন দেখছে আগামী দিনের বহু ক্রিকেট ভবিষ্যৎ
শিলিগুড়ি : সবাই বড় ক্রিকেটার হতে চান, কার না ইচ্ছে করে নাম করার। এই শীতের সকালে ক্রিকেট ব্যাট এবং বল নিয়ে তৈরি আগামী দিনের ভবিষ্যৎ। স্বপ্ন বড় ক্রিকেটার হওয়া তাইতো পুরো জমে চলছে প্র্যাকটিস। এখান থেকেই তো উঠে এসেছেন ঋদ্ধিমান সাহা, প্রধান কোচ জয়ন্ত ভৌমিক জানান ভবিষ্যতে আরেকটা পাপলি যে গড়ে উঠবে না তাকে বলতে পারে। তাইতো নিয়ম করে এখানে চলছে প্র্যাকটিস। আমরা সকালে বিকালে এবং রাতে প্র্যাকটিস করাই। এমনটাই জানালেন কোচ জয়ন্ত ভৌমিক।
তিনি আরো জানান যারা এখানে খেলতে এসেছে তারা অনেকেই অনেক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা খেলোয়ার, যাদের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত। কিন্তু চোখে আছে স্বপ্ন। সে একদিন বড় হয়ে বাংলা এবং ভারতের হয়ে খেলবে। তাদের আশাকেই তৈরি করতে আমরা এগিয়ে চলেছি। এত জন খেলে, সবারই একটা ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। যদি ওরা বড় খেলোয়ার হয়, তবে আমাদেরই তো সুনাম। আমরাই তো চাইবো ওরা বড় হোক আরো বড় হোক। আমরাই শিলিগুড়ির একমাত্র ক্লাব যারা দিনে তিনবার প্র্যাক্টিস করাই । আমাদের মধ্যে কোন ব্যাপার নেই। তাইতো অগ্রগামী ক্লাব, অন্যতম বাংলার সেরা ক্রিকেট কোচিং ক্লাব। আর ভবিষ্যতেও থাকবে। তিনি এও বলেন এখানে প্রচুর ক্রিকেটার আছে যাদের বয়স অল্প, প্রতিভা আছে, কিন্তু আর্থিক সঙ্গতি নেই, আর আমাদের ক্লাব তাদের পাশেই দাড়ায়। এমনকি তাদের মাথায় নিশ্চিন্ত ছাতা তুলে দেয় বলেও জানান কোচ জয়ন্ত ভৌমিক।